আসসালামু আলাইকুম
বন্ধুরা,তোমরা সবাই কেমন
আছ? আজকে আমরা ফেসবুক এর
কিছু প্রয়োজনীয় ট্রিকস
নিয়ে আলোচনা করবো
যা,আমাদের প্রায়ই কাজে
লাগে। #ফেসবুকের
একাউন্টটি কিভাবে মুছে
ফেলবেন? উওর:আপনি যদি
ফেসবুকের একাউন্টটি মুছে
ফেলতে চান, তাহলে: Settings
ট্যাব থেকে > Account Settings
এ ক্লিক করুন > এবার
Deactivate Account এর
Deactivate লিংকে ক্লিক
করুন > তাহলে Confirm Facebook
Account Deactivation পেজ
আসবে > এখানে কেন
একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন
তা নির্বাচন করে Deactivate
বাটনে ক্লিক করুন তাহলে
ফেসবুকের একাউন্টটি বন্ধ
হয়ে যাবে। তবে যদি
ভবিষ্যতে আবার একাউন্টটি
সচল করতে চান তাহলে
ফেসবুকে স্বাভাবিক ভাবে
লগইন করলে রিএ্যাকটিভ
মেইল যাবে আপনার মেইলে
যেখানে ক্লিক করে পুনরাই
একাউন্টটি সচল করতে
পারবেন। #নির্দিষ্ট কোন
বন্ধু বা অনাকাঙ্খিত
ব্যাক্তিকে প্রোফাইল
দেখতে না দেওয়ার নিয়ম?
উওর:নির্দিষ্ট কোন বন্ধু বা
অনাকাঙ্খিত ব্যাক্তিকে
আপনার প্রোফাইল বা
অনান্য তথ্য দেখা থেকে
বিরত রাখতে তাকে ব্লক
করে রাখতে পারেন। এজন্য
Settings > Privacy Settings এ
যান > এবার নিচের Block
People এর অংশের টেক্সট
বক্সে নাম লিখে Block
বাটনে ক্লিক করুন > এবার
যাকে ব্লক করতে চান
সার্চের ডানে Block Person এ
ক্লিক করুন। এভাবে আপনি
একাধিক ব্যক্তিবর্গকে ব্লক
করে রাখতে পারেন।
কাউকে ব্লক করলে সে
আপনাকে কোথাও সার্চ
করে যেমন পাবে না তেমন
তার সাথে পূর্বে বন্ধত্ব
থাকলেও তা শেষ হয়ে
যাবে।আর আনব্লক করতে
চাইলে Block List থেকে
Remove লিংকে ক্লিক
করলেই হবে। #ফেসবুকে
ইউজার নাম সেট করবো
কিভাবে? উওর:সম্প্রতি
ফেসবুক ব্যবহাকারীদের
ইউজার নাম সেট করার
সুযোগ দিয়েছে।এজন্য লগইন
করা অবস্থায়
www.facebook.com এর username
এ যান এবং পছন্দের ইউজার
নাম সেট করুন।আপনি যদি
mehdiakram নাম সেট করেন
তাহলে আপনার ফেসবুকের
ঠিকানা হবে
www.facebook.com/
mehdiakram/যেখানে আগে
প্রোফাইল আইডি দেখাতো।
তো বন্ধুরা আপনারা চাইলে
ফেসবুক এর এইসব ট্রিকস
ব্যবহার করতে পারেন।সবাই
সুস্থ থাকেন,আল্লাহ হাফেজ।
No responses to জেনে নিন ফেসবুকের কিছু প্রয়োজনিয় ট্রিকস
Be first Make acomment.